ভাবিয়ে তোলা কথারা সব
জন্ম মনের কারখানায় ;
রক্তনালীর সূক্ষ্ম তন্ত্রী
ঠুনকো নাদে ঝাঁঝিয়ে দেয় ।
পরাণ ভোমর ইচ্ছে আবেগ
ছড়িয়ে সুবাস মায়াজাল ;
ঘ্রাণ আনন্দে মাতোয়ারা
ক্ষণিক পাওয়া ইহকাল ।
দেখছি যেটা আসল কী তা
সন্দ ফিকির গোলোকধাঁধা ;
অবহেলায় না-বোঝা ভান
গুমরে সুখ শুধুই কাঁদা ।
সময় চাকার যন্ত্র আজব
মোহ চাপে অহমিকা ;
চক্রাকারে নিছক ভ্রমণ
চন্দ্রালোকে স্বপ্ন আঁকা ।
অ্যাবরা-কা-ড্যাবরা শিষে
ঐন্দ্রজালিক ভূতাবেশ......
মোমের শিখা জ্বলছে দূরে
পিলসুজে মোম দিব্যি বেশ ।