এঁকাবেঁকা লেন ঘুরে ঠোকাঠুকি মাথা
জোড়াতালি নিয়মে নামতার ছক ।
চাওয়া পাওয়া সওদায় জীবনটা বাজি
খুঁজি এক নিরিবিলি পার্কিং লট ।
  
বরসাতি মোড়কে আশাবরি ঠাট    
বেসামাল কথাতেই ভরা জঞ্জাল ।
আম পাতা বিলসন ‘জনক’ ঠাটে
পাল তুলে হাল ধরা কঠিন সওয়াল ।  

চলে ফেরে সকলেই আকাশের নীচে
হয়রান গতিবেগে ঠিকানা অজানা ।  
কল্পনা আত্মজ সাজিয়ে ডালি
ঠসঠসে মধুচাক না মেটে রসনা ।

সনাতনী ঢঙে শোনা সুরেলা পাঁচালি
অলীক স্বপ্ন ঢালা জোরদার দাবী ।
আবেগের অবকাশে ফুলঝুড়ি রাত
এখনও তো এখানেই বসতি আমার ।