মোড়কে গুটিয়ে হানা
হলদেটে-সাদা কলা পাতা ;
লুকিয়ে দেখেছে টিয়ে,
টোপর ঠামের (ঠাকুমা) ঠোঁটে
বনেদী ইতিহাস ।
ছাড়িয়ে বাঁশের মাথা
রঙের তুলি,
দু-ডানার শঙ্খচিল ভেসে কাটে পথ ;
করে পান ছন্দ মধু
নীলিমা সকাশ ।
কত কথা, গান হয় বারিধারা ;
আঁকিবুকি রেখা কল্পলোক ।
এক ডানা - শঙ্খচিল, মেঘদূত সহযোগ -
রূপোর চামচ মুখে সাদা বক ।
তোমার বসতি ছাদ, ধন্য ঊর্ধমুখী ;
অনুযোগী মাতলামি দীপ্ত ।
দিবাকর প্রসারিত, চোখ ভরা আলো
দাপুটে চিলের ডানা ঋদ্ধ ।
উদাস চাহনি ছিল
ধাবিত ব্যাকুল হাওয়া
এলোমেলো শিথিল আঁচল ;
থেমেছিল উড়ন্ত পাখি ......
কাব্যে তত্ত্ববাদ,
ছেঁড়া পালে ছেঁকে নেওয়া
ভাসমান ভাষা ;
গেয়ে গান মন রাখা ‘টুকি’ ।