গজ ইঞ্চি ফিতে মাপ দালান, আঙিনা
ছুঁচ ফোঁড় মোটা কাঁথা নিপুণ আল্পনা ।
চোখ খুলে বেড়ে ওঠা কাছিম খোলস
‘ভালবাসি’ কথা কটা আঢাকা কলস ।
রেষারেষি মাতামাতি কদম ছলনা ।
বুঝিনি সেদিন আমি, আজও এক দায় ;
সকলে যে যার মত লতায় পাতায় ।
হয়তো এটাই বেশ, ত্রিদিব করুণা ।
সূর্যের আলো কিনে চাঁদের মাটি
জড়ানো শেকলে এক জোড়ালো খুঁটি ।
পক্ষ-কাল ফিরে দেখা মলিন পাতা
সোচ্চারে, গোপন সমঝোতা ।
আঁকুপাঁকু আঁকশি, তাই বুঝি একা ।
এই ভোর, সেই আমি আছে বারতা
ঢাল চিনে বয় নদী নেই জড়তা ।
আগলিয়ে তটভূমি, আবার একা ।