উড়ছে মন -
সিন্ধু পাড়ে তালের সারি,
দুললে হাওয়ায় ছন্দ ভারী ।
হয়তো কোন মাতাল ঝড়ে,
দামাল স্বপ্ন চাপ বেঘোরে ।
পাতায় পাতায় মিলন সন্ধি,
শেষ বসন্ত লজ্জা বন্দী ।
তবুও বন্ধু শিষ-কাকলি......
ভড়ং -
তোড় ঝড়ে খিল বেসামাল,
গোলমেলে সুর রাগ খেয়াল ।
পাড় গঙ্গা আধ বুক জল,
সূয্যি পুজোয় আদিম ছল ।
তালের পাতায় দুধ কালিতে,
সুবাস ইস্-কি ! ধূপদানিতে ।
বন্ধু তবু হিব্রু পালি......
গল্প চাই –
জলহাওয়া চাপ অদল বদল,
বোম্বে পুনে তুখোড় বাদল ।
মাছের তেলে মাছের জ্বলন,
রাম-রাবণে অশোক কানন ।
ব্যোম-ভোলে দাঁড় শাওন মাস,
দণ্ডি কেটে তালাশি আশ ।
বন্ধু, নেশা পথ খেয়ালি………
মুলুক দিশা
ধরমশালা বটের ডালে,
চতুর কোকিল ঘুমিয়ে ছলে ।
জমিয়ে ধুলো মেঘ যে কালো,
উট-জিরাফে মন্দ ভালো ।
গন্ধ বেনে কড়ি গোনে,
তট বালিতে রেখা টেনে ।
বন্ধু, চাই শীতের মালি !!!