ক্লান্তি শ্বাস ছেড়েছে শরীর ;
মিশছে টুকরো মেঘে
দেখেছে সে, একাত্ম হতে ।
ভীত মন জানায় সম্ভ্রম
বোঝেনি সে ।
আশাবাদ মনটা,
কুঠারের শতেক ঘাতে
স্পর্ধার সময়েরা কুণ্ডলি পাকে
করে গেছে খুন ।
হাতের তালুতে ছবি, বিশ্ব আমার -
আশে পাশে জন আর জন ।
অজানার ঠিকানা আমি,
নিজেই খুঁজি ।
ছন্দে সাজিয়ে মাঠ
কৌশলী পা, কেরামতি ।
গণ্ডির খোলাপথে, গদগদ কালো মাথা,
মাঠ ছাড়ে হুল্লোড়ে নিজেরাই ।
তালকাটা গল্পের মাঝে
ক্লান্তিশ্বাস বিলম্বিত লয় ।
থাকে না পাওনা বাকি,
অনাবিল চাওয়াতেই -পাওয়া যায় সবই !
তবে না কি
এক দমে নয় ।