লতায় পাতায় থোক শব্দ চয়ন
আঁকড়ে মাটি শেকড় ;
বর্ষাসুখ মহাকাব্য
ভাগ্য মুনি-ঋষির ।
ভিজে পাতার স্পর্শসুখে তোমার প্রতিলিপি -
মধুর বাতাস জড়িয়ে শরম পাতায় ;
সির-সিরানি কাঁপন তরঙ্গে
সুর বেহাগে নিয়ম ঝর্ণা ।
সাধে ক্ষত গরবিনী চাঁদের মহিমা ,
শিথিল গরিমা ।
মচকানো বাঁশ খাচ্ছে খাবি দুলে
দ্বিধায় গোকুল দোদুল মূর্ছনা ।
গোমরা মেঘে একটু ফাঁকে
গোলাপ শোভে পাহাড় বনে -
কিরণমালা বেঁকা ;
হঠাৎ জলে গলিয়ে মাটি
হীরে খোঁজা দায়
সত্য হেথায় অবাক, নিরুপায় ।
হিল্লোলে চাঁদ জোয়ার তালে নদীর জলে
ল্যাপটপে জাপটিয়ে কোল
অঙ্গীকারের শত কথা ভাটার টানে
হাতেই রাখি হাত -
অস্থিরতা পারদ-মাত্রায় ।
মোহনাতে জট বেঁধে যায়
ধলোর সাথে কালো ;
মিশে গিয়ে ক্ষণিক থাকে
ঘোলা -
ভালবাসা বিষম, অসহায় ।
দুধ সাগরে সাঁতরে শেষে খোয়া-ক্ষীরে
হাঁকু-পাকু মন -
প্রলোভিত আবেগ মটকা
ঝোলে হতাশায় ।