(ক’দিন আগের লেখা, রাজ্যের উদ্ভূত অদ্ভূত পরিস্থিতি চিত্রাঙ্কনে পরিমার্জিত রূপ)
"বৈশিষ্ট্য পাঁচে”র আঁচে অভিন্ন সঙ্গীত
জরাজীর্ণ ইতিহাসে রামায়ণের গরুড় ;
তেলতেলা টাক মিশ্র সাদা
জুলফি ঘাড়ের চুল -
জটাজুট শিবের মাথায়
সাদা শোলার মুগুড় ।
পচা গলা আস্তাকুঁড়ে বিদেশী আতর ঢেউ
লেত্তি ছাড়া লাট্টু ঘোড়ায় নিঃশব্দের ঘেউ ।
নিজের মনে আবোল-তাবোল মিলিয়ে ছন্দ কথা (অভ্যন্তরীণ বক্তৃতা),
বর্ণ, ঢঙে ঝুলি কোঁচড় নয় সে অপরিচিতা (অভ্যন্তরীণ দর্শন)।
বনানীতে পাতার ফাঁকে রোদ-তাপিত কোকিল (অনুভূতি);
খাগ-কলমে বেদন বিলাপ ঔজ্জ্বল্য দলিল (সংবেদনশীল সচেতনতা)।
বাঁশের থেকে কঞ্চি দড় বিশিষ্ঠ পাঁচ দালাল (সামাজিক চক্রব্যূহ);
সামাল দিও পোষমানানো বখাটে জাত বেড়াল ।
রেখা এঁকে আলোছায়া বাতিস্তম্ভ পা ;
উস্কো-খুস্কো ভাবনা সাথী
ঘরের পথে সা ।
ঠাণ্ডা হাওয়া গরম বালি
কুকুর গড়াগড়ি ;
নিজের সাথে চিরকালীন ভাব.........
বেজায় মজা কারোর সাথে
থাকলে একটু আড়ি ।
হ্যাঁ, এদের নিয়ে রোজা ভাঙ্গা
একটু হ’লেও ভারী ।