ওটা খারাপ, এটা খারাপ, সেটাও খারাপ ;
তবুও গোলাপ ভালো
চাঁদটা ভালো      
বন ময়ুরী আরও ভালো…  
পাল্লা ধরে সাজাই বিচার মোরা ।

টান টান জ্ঞান, বোধ মোক্ষম  
তবুও, এদিক ওদিক দুলে বেড়ায়
আহামরি -
জীবনপথের ছায়া ।
নরম মাটির প্রলেপ মেখে
শয্যা পেতে, লোটে মজা
ঐ ওখানে -                      
জীবশক্তি কায়া ।  

কাঁপানো শীত জমিয়েছে আমেজ,
ঊষ্ণ স্রোত -  
বরফ ঢলে গলে ।  
হারিয়েছে ব্রহ্মা নিজে
স্বর্গদ্বারের চাবি ;  
অধিকারের নরকেই - গুলজার ।

প্রাণবায়ু মিশে হাওয়ায়
নিথর দেহ - আবর্জনা ;
চর্চায় ওই সবুজ পাতার ছায়া
গভীর কালো ।  
ধুলো-বালি-মাটির জাপট প্রেমে  
লাল জবা, আত্মহারা আবির
খেলছে হোরি ছন্দে এলোমেলো ।

ভুলোক গোলোক ভ্রমণতালে
ছায়া কেঁপে শিহরণ,
উথাল মন ।
সাদামাটা কথাতেই ছেটানো রস
স্বভাবদোষে আঁকে রেখা,
এই জমিতেই ।  

সত্যি নিয়ে আকচা-আকচি  
যে যার মত…  
বিচার চেয়ে অবিচার বিরাগ জমে শত ;

আক্রোশ আপোষে
ধুলোবালির মুঠোটাই তপ্ত ।