'দানায় বিয়ার হানা'

{ শুরু যেখানে -
আমার লেখারা সব পরস্পরবিরোধী উৎপটাং । প্রকৃতি ও ধর্মের কবিতারা বেয়াক্কেলে, চিত্রকল্পে এবং অসহায় প্রেমিকদের কবিতার পাশাপাশি আজকের 'দানা'র হানা ধরিয়ে দিল 'বিয়ার' বোতল ।
ঠোঁট যদি আলগা হয় পুরনো বসন্ত আসুক জিভের ডগায় ।
বিতর্ক চলুক ।}  

রাত থেকে সকাল, তছনছ হিসেবের হাল ।  
ভয়ের ডংকা একশো ডেসিবেল ;
জমেনি তার সাজানো গামলায় খেল
এই এখানে ল্যাপটপে হাজারো ই-মেল ।

বিয়ার বোতল তবুও সিন্সিয়্যার…  
ভুলে যাওয়ার দেয় নি অবসর,
ভয়ানক ক্যান্সার ।

মনে পড়ে সেদিনের টাপুর-টুপুর মেলা
আজ ই-মেলে ভাসিয়ে ভেলা
যতনভরে ডাকলে গুগল-মিটে
বিয়ার বোতল হাতে ;
খুশ-খুশে কাশি
বুকের মাঝে জমাট কঠিন কফ……
চমক কিছু নয়,
কীসের এই ভয় !  

'বিয়ার' তোমার বিরল ভালোবাসা
ফিরিয়ে দিলে কোন্ অতীতের শখ ।