ঘুম আসে না চোখে -
দূর শহরে চৌকো হাসি
কনে বৌ-এর ঠোঁটে ।
এলোমেলো জাল বুনে যায়
মোটা মাথার হাতি ;
আকাশ বাতাস ছ্যাবলা ধুলো
শূন্যে চড়ুইভাতি ।
পায়ের থাবার মাপে ভাবে
এই তো জবর ফাঁদ......
হাঁসফাঁসে ঘাম ঝরে যায়
জ্বালায় সারা রাত ।
সাতমহল্লায় লুকোচুরি সাংকেতিকে ধ্বনি
ঘরানায় রাঙা আলু ক্যাবলা চাহনি ।
বিচার সভায় টিকির বহর
মোটা আতস কাঁচ ......
ভেংচি কাটে অচল ছবি
দাবনায় লাজ ।