প্রকাশিত সংবাদ - ২৯ শে জানুয়ারী, জিয়াও তার স্ত্রী এবং বন্ধুদের কাছে পাঠানো রাস্তার ধারের একটি ভিডিও, সাথে কয়েক লাইন – ‘এক ভাসমান গাড়ী” ।
অনুমতি নেই !
অলস পথে এগিয়ে চলা যোদ্ধা
মাল বোঝাই ট্রাক,
দেখিয়ে হাত থামিয়ে দিল প্রশাসন কর্তা ।
আতঙ্কিত উহান শহর
রেজিস্ট্রেসন প্লেটে জ্বলজ্বলে নিশান
হুবাই প্রদেশ কলঙ্কিত অঞ্চল ।
স্তম্ভিত বেবাক চালক, জিয়াও হংকিং
তিয়ানমেনে বাড়ি আটকে ট্রাক পাঁচশো মাইল দূরে
থেমে আছি একা আমি বুনো জমির ধারে ।
দু-তিন দিন চালিয়ে যাওয়া পেটের যোগাড় মজুত
চোখ আমাদের এমনিতে আধ বোজা ;
চলতি গাড়ি স্টিয়ারিঙে বুজে আসে চোখ
গালে মারি বেজায় থাপ্পর ;
এমন ভাবে আজব নগর পথ আমার সাথী ।
সিচুয়ানের পিং-চাং এ নাকা চেকিং
শুনেছিলো ছড়িয়ে পড়া ভয়ের বিষ
কো-ভিড ঊনিশ ।
সেঁকে নেওয়া বাসি রুটি তুলেছি মুখে
লাঠি নিয়ে তিন ষণ্ডাগুণ্ডা হেঁকে বলে
সরাও তাড়াতাড়ি
জায়গা করো খালি
নইলে জ্বলবে ট্রাক ।
শুধিয়ে ছিলাম – দোষ আমার কী ?
তোমার মত সুস্থ সবল আমি
আমার শহর কবলমুক্ত আবাস ।
ইতি-উতি চোখ ঘুরিয়ে মিছে উপায় খোঁজা
হঠাৎ উদয় লাঠি হাতে মোটা পেটের পুলিশ ।
আমার ট্রাকের কেবিন দরজায় ;
মারলো এক বিরাশি সিক্কার বারি
শুনেছো কী – ভাগো তাড়াতড়ি ।
বুঝলাম – বেঁচে থাকার সব আশাই শেষ
এই রাস্তা আঁকবে রেখে আমার অন্তিম নিঃশ্বাস ।
কদিন, একটানা চালিয়ে গাড়ি ভয়ে
ক্লান্ত অবশ দেহ পথপ্রান্তে লুটিয়ে অজ্ঞান ।
যমদূত তার বার্তা নিয়ে কয়েকবার
নেড়ে গেছে কড়া ;
হে প্রেয়সী, তুমি আমায় করে দিও ক্ষমা ;
জানি আমি আর হবে না ফেরা
এই আমার ভাগ্যবিধাতা ।
সামনে টোল বুথ - সানসি হান-হং
দয়ালু দুই পুলিশ ;
ঢাললো মুখে গরম দুধ আর কিছু খাবার,
ঘুমের জায়গা করলো সেই বুথে ; আমি বিচলিত !
আমার দুগাল বেয়ে বয়ে গেছে
ঊষ্ণ অশ্রু জল ।
চেনা জানা নিকট দূর
বাড়িয়ে দিল সাহায্য হাত -
প্রশাসনের লাঠির তাড়া
বুজরুকি বাজিমাৎ ।
তোমার আমার মানবিক মন দামী, দাবী ;
ভালবাসা সহানুভূতি
আনতে বাগে ভাইরাস, সঠিক চাবি ;
হ’ল ফলাও প্রচার ।
অনবদ্য প্রেমে ফেরা জিয়ার কথা -
ট্রাক চালাবো, আমার পেশা
থাকবে পাশে কয়েক লাইন
অভিজ্ঞতার ছন্দ বাঁধা.........
ভাইরাসে অভিজ্ঞান - আমার কবিতা ।
BEIJING—More than a month, truck driver Xiao Hongbing has been stuck living at a roadside service area more than 500 miles from home, with little to occupy his time besides writing poetry and corresponding with hundreds of fans captivated by his harrowing journey.