মাত্র কটা দিন -
মেঠো পথ, খেলা ছিল
গা-জোয়ারি পিচ ;
কলকে ফুল, চাঁদের আলো
সোনা রূপোর ভাগ ।
কাগজ কলম রাত বারোটায় তুমি -
গুগল ইমেজ !
মিথ্যে দুষ্টূমি ।
খসখসে দীর্ঘাকার ঋতু বিরাগ পাতা,
কাটাকুটি মহা-যাগে দণ্ডিত তালিকা ;
দূর গ্রহে, আষ্টে-পিষ্টে বকুল ভালবাসা ।
ভেজা ঠোঁটের
শিশির শীতল চুমু ।
জটলা হেথায় বনমানুষে মানুষ.........
ওলটপালট স্মৃতিরা সব
ভিন্ন গ্রহের সাথী ।
নিশ্চিন্তে হারিয়ে যাওয়া
ময়ূর পেখম শোক ;
ব্রাউসিং-এ লিঙ্ক খোঁজা
‘একান্তে’ কাটে রাত ;
সরোবরে পালাগানে লুটের প্রসাদী ।