হাতে তুলি বাটিতে রঙ
হিজিবিজি যতেক ছবি পীড়নকারী দাবী ;
মগজ প্যাঁচে জাঁতাকলে
রূপসী ব্যঞ্জনায়
সরল বেঁকা রেখা ।
ছাড়া ছাড়া কচি দুব্বো ঘাস
শিশির ভেজা ঝরা শিউলি
ভাসছে নিরালায় ।
ফ্যালফেলিয়ে দেখছে আমায় শারদ সকালে
হাওর-বাওর শাপলা শালুক দীঘল রসিকতা
গল্প বলে দুলে ।
সারি দিয়ে চোখের মেলা জড়িয়ে বিনুনি
রঙে ঢঙে চোখে চোখ ভরাট তামাশা ;
এক চোখা ডাঙা্র কুমির পোহাচ্ছে রোদ
অন্য চোখে তুলির আঁচড় মগজ ধোঁয়াশা ।
ভোর হয়নি বাতাস কেঁপেছিল
ঘর ফিরতি পেঁচা ডাকার কু ;
করুণ চোখ ঝরা শিউলি
উদাস ভালবাসা,
পুরুষালি ডালিম ফুল
মেজাজী চোখ, জুজু ।
ললাট নয়ন, নিষ্পলক নীরব বেদনা -
মেঘ আড়ালে দিনমণি মাথায় দিচ্ছে ছ্যাঁকা ;
ভেল্কি নজর মাতব্বরি
চোখ খুলে চোখ আঁকা ।