দুলছে মন্দ হাওয়ায় , শান্ত কেদারা ;
দোতলার ঐ বারাব্দায়,
রাস্তা থেকে দেখি ।
রবি-শশী মহাবিশ্বে, ওদের মতই
সাহস ভরে শিল্পী আঁকে ;
প্রকৃতির মিলন-তিথি ছবি ।
কুশন আসন হেলানি কোণ,
শিরদাঁড়ায় মারছে চাবুক ;
ক্যাঁচকোঁচ শব্দে জটিলতা ।
হঠাৎ মাতাল, শীতের পাগল হাওয়া
ঝকঝকে রোদ, দামাল গড়াগড়ি ;
খোলা আকাশ ঝুল বারান্দা ।
আকাশ পাতাল ভাবনা নিয়ে সাথে
কটিদেশের জমাট অধিবাস ।
স্বপ্ন ঘিরে দুলছে সুঠাম শরীর
মেহগিনি আরাম কেদারায় ।