চিন্তা যদি জড়িয়ে ভয়, বাহাদুরি মুগুড় ।
সপসপে তেল নেতিয়ে পড়া সলতে,
গোপন কথার পাঁপড় ভাজে
দিন অথবা রাত ।
চেনা পথে আনজন
অনামিকা পরশ ;
শীত লাফিয়ে কুহক জীবী অকাল বসন্ত ।
স্ববিরোধী প্রতিপালন
ধনুক আকার ভুরু।
ঝুঁকে পড়া চশমা ফ্রেমে
দৃশ্য-বিলাস রমণ ;
নীলচে আভা নয়নতারা, সমাহিত কালো ।
জলছবি ভয় – আয়না জানায়
কাঁচা ডিসেম্বর ।
আবরিত উত্তরবায় চিনে জোঁক আমেজ……
হয়নি শুরু বরফ গলা দাপট ;
‘শিলকোটা’ ডাক রগুড়ে হাঁক -
অশীতিপর কান ।
গেঁদা ফুলের পাঁপড়ি ঘষা
'কসমসি' (Cosmos) হাল দুপুর ।
রুদ্ধদ্বারে পোষ মানানো
কমলা ঠোঁট ময়না ;
পালা গানে তালে ভাসে - বাঁশুরিয়া বাঁশি ।
নিশীথ রাতে ডানা ঝাপট, সাদা বকের সাধ ;
রথের মেলা হিংসে ভেজা
বৃষ্টি টাপুর টুপুর ।
ভয়টা কেমন ব্যাঙ লাফানো খোলামকুচি দৌড় ।।