জমে থাকা ঋতু-রথে রাশি রাশি কথা,
হিমেল হাওয়ায় জড়িয়ে হুড়োহুড়ি ।
ছটফটে রোদ রবির কিরণ ঘোমটা খুলে ছোঁয়
এবার মনের কোঠায় ।
লাগোয়া ঘর খোলা জানলা
সতেজ বাতাস গল্প করে
সেঁকা রুটির গন্ধ ;
পাঁচ-মিশালি মশলা তেজ
নিপাট আনন্দ ।
বাবুই পাখির বাসা দুলছিলো খাসা
সজনে গাছের ডালে ;
মনসা পাতার ভুসো কাজল চোখে -
হঠাৎ সাহস কোন সে জাদুছড়ি ।
আলতা রঙ, ঝিনুকে টলটল
গালখানা তুলতুলে...
টুপ করে দিয়েছিলাম হামি ।
ঝিঁঝিপোকার আলাপিত সুর
বলেছিলে –
আমায় নিয়ে লিখছো কবিতা !!
ভাসতে ভাসতে হেঁচকি তোলে
দীঘির পাতিহাঁস ।