মাকাল ফল আঁকশি গাঁথা
সভার আস্তাবলে ;
গুচ্ছ লেজে দুর্জয় এক ঘোড়া
জ্যান্ত মুখ দুটো ।
ছেঁড়া-খোঁড়া জ্ঞান গরিমা
মধ্য রাতের তারা ,
অন্ধকূপে সময় হিসেব শনি-গুরু-রবি ;
বনানিতে হরিণীর ত্রস্ত-পদ আড়াল
চিরাচরিত ধারা -
পাঁচালিতে ছন্দে খেলে যমুনা জাহ্ণবি ।
বর্ম ঢাল, হায়নার ডাক
কেবল শয়তানি ;
এবড়ো খেবড়ো পথের খবর
উল্টো কিছু ঘটুক......
ঘুড়ির কাগজ ‘যুদ্ধ’ লেখা
হড়কানো হয়রানি ।
ডুমুর গাছে শিমের ফলন, নয় যে আবেগ ভুল ;
পাই না খুঁজে রাস্তা জুড়ে ব্যস্ত কুকুর -
খাচ্ছে খুঁটে ইলিশ মাছের শিরদাঁড়া কাঁটা ।
মনোবিকার ময়না গীত
হুমকিবাজের কামাল -
মাটির দেওয়াল সারি বেঁধে জ্বালানি ঘুঁটে, ঠ্যাঁটা !
রিনিক ঝিনিক আলোকমালা
জমকালো দালাল ;
শক্ত পেশী ঘোড়ার গালে বিদগ্ধ চুমু ।
গিলিগিলি ঢাকের আওয়াজ
মজিয়ে মিলন আশ ;
ইতিহাসে কালির ছিটে পূর্ণাঙ্গ ক্যানভাস ।