কাড়া নাকারা শব্দ করে বৃষ্টি এলো……
জমা জঞ্জাল ঘরের কোণে, পারদ লেপা জোনাক আলো ।
ছিটে ফুলকি টুকরো আগুন,
লাভা স্রোতে হারিয়ে দিক ;
বাদল ধারা ভুল সময়ে ছন্দ তালে এলোমেলো ।
বাঘ-সিংহী উদাসী প্রেম, বেড়াল ভাগ্যে শিকে ছেঁড়া ;
দৃশ্য পটে আবছা ছবি
আড়াল রেখে তারের বেড়া ।
ভেংচি সুরে ছাগল কাঁদে ওপার বেড়া পাঁঠার ফাঁদ -
তিন হাত বাদ দুই আলিসা
গল্প শোনায় হারানো চাঁদ ।
বদ খেয়ালে অংক ছিল,
পাঠশালাতে ঘরের কাজ
ভ্যাবলা প্রেম কাব্য-চিঠি, রঙ্গিন কাগজ বাহারি ভাঁজ ।
পয়সা তামা সচল ফুটো, বাদ বিতণ্ডা বাদল দিন ;
টগর পাতার ঝরা জল
ফাটা আকাশ শুধোয় ঋণ......।
সরু-চাকলি শুকিয়ে সেঁকা
একতারাতে অন্য সুখ ;
পাটের শনে শক্ত বাঁধন, মেরু ভালুক পরাঙ্মুখ ।
Note - চামড়া কালো সাদা জামা (মেরু ভালুক)