আকুল ব্যথা মন ছুঁয়ে যায়, সোচ্চার নয় !
ভুল করে তাই বারে বারে পুতুল খেলার উদাস স্মৃতি ;
অবিচারের অবাধ্য রাত, গাঁথে মালা স্বভাব দোষ ।
কালবোশেখি ঝড়ে ওড়া বেমানান তাল, হাঁটা পথ ;
খলবলা রমিত কৈ, উল্টো স্রোতে ঠোঁটে হোঁশ ।
ডাল ভাঙা বট ফাঁকে পথ, শরৎ দুপুর ভোল বদল ;
বিচ্ছিরি ঢেউ, ফাৎনা নেড়ে জলপরীদের ছলে পিছল ।
ফিরিস্তি নয় গপ্পো গাছায়, আমড়া-কামড় সিঁধেল চোর ;
কেরোসিনের কুপির আলো আঁধার কেটে চাঁদের লোল ।
রাত-বিরেতে খেঁকশেয়ালি - পাখন নাচার ভোমর সেও ।
হেলা রোদে টিয়ার সুখ, লুটছে মজা কবির শহর ;
পর্দা টেনে শীতকে রুখে গাঁয়ের রাস্তা সুড়কি-মোরোম ।
রোমশ দেহী সাথী কুকুর, ধুঁকছে মাটির গন্ধ শুঁকে ;
ন্যাড়া গাছে আবীর ঢেলে আগুন পলাশ ঝামর আবেশ ।
ভাঙা লালে ধূসর নীলে, উঁকি মেরে মৌনী জিরাফ.........
ছায়া জলে বেগুনি শীত! ডাঙায় কুমির আচমকায় ।