(চলতি পথের টুকিটাকি, প্রকৃতির হেঁয়ালিপনা আর আধ্যাত্মিক মনোবেদনা নিয়ে মানসিক ও দার্শনিক ভ্রমণ।
সীমানার রেখা ছিঁড়ে
কিছু হওয়া না হওয়া ;
সেই ভুমে বিঁধবে এ তীর ।
অধ্যাত্ম সত্যের অপলাপ !
দুপুরের তাজা রোদে
শীতের কুঁড়েমি ভেঙ্গে
জীবনের খুঁটিনাটি - খুচরো সংলাপ ।
বাবলার শক্ত ডালে, কাঠঠোকরা
সঙ্গতে বাঁয়া রেখে ঠকঠক শব্দে
জমাবেই রমনীয় আলাপ ।
জানি আমি - নিষাদে সুর তুলে,
দুরন্ত অতীত ভুলে,
কুয়াশার জল ঝেড়ে
উপহারে দিতে চাই - নিরুপম গোলাপ ।
এও জানি, কোমলের কড়িকাঠে
এক্কা-দোক্কা খেলে,
সব দান জিতে নিয়ে
প্রলেপে রেখে যাবে
সেই, সেই অভিমানী ছাপ ।
তবে ঠিক, ধ্রুবতারা সাথী করে
হেঁকে যাব বারে বারে……
অপার অভিমানে - আসরের গুণগানে
জমাবো আলাপ ।