ভাগাভাগি শূন্য সাথে বারান্দার পর্দা কাঁচ  
অঝোর ধারায় হ’ল ধোওয়া
ঢেলা-দলা মোটা ধুলোর চাদর ;  
মাপা ধাঁচে কোণাকুণি কচি রোদ-সকাল  
ছিল আশা –
বাড়াবে সখ্যতা ।  
  
শব্দ ছিল ইঁদুর দৌড়ে মেতে
ষোড়শোপচার নেই পরিচয়
ফালি-ফাটল শুকনো বাঁশের পাতা ;  
বিলাসিতার রসিক আঁধার
মাপে গভীরতা ।

কয়েক গোছা শব্দ-মালার
ঝরে পড়া পাপড়ি ;    
মরুদ্যানে চিকচিকে তপ্ত বালু দানা
মুক্তো হ’য়ে বিঁধছে হিয়া -  
পাশার ছকে হবে খেলা তাস ।    

আলকাতরায় গেরুয়া বরণ ছিটে
লাফিয়ে কুকুর পোয়াতি ছাগল ঘিরে ;  
প্রান্ত ধরে রেসের মাঠে দৌড়
আহ্লাদী অনুপ্রাস ।          

সোনালি কাদা এঁটেল মাটির
গর্বিত গন্ধ ;  
মেলানো ছন্দে এঁকা-বেঁকা পথ    
জ্বালা ধরা কানের লতির
অবাধ্য ফুস্কুরি ।        
বিনুনিতে জটিল শিড়দাঁড়া ,  
মর্দনে চুকচুকে তেল শরীর  
পেরিয়ে যোজন পথ ;  
হিসেব ছাড়া ভাসে হাওয়ায় কড়ি ।

পেরিয়ে এলাম ক’টা বছর
কোঁচানো ধুতির দিন ;  
বেগোরবাইয়ে ভরেছে তাক
ফিতের গেরোয় আইন ।  
ফেরির ঝুড়ি শহর গলি হাঁক শুনেই মাতে -  
ঝরা বকুল শোক সনাধি
ভোর কুয়াশার আসর ।

লিপ্ত শরীর ধুলিকণার অনু-পরমাণু
দেবদূতি দেউদার সবল গাঁথুনি ;
ফিস ফাস হাওয়া
শোনায় খবর -  
খসিয়ে পাতা আদুরে ঋতুর ডাক ।  
করাত দাঁতে ছেদন
কাব্যগাথা -
চাই তোমাকে
ফিরে পেতে আবার ।