‘সময় কেটেছে ভালো’ সেদিনের সন্ধ্যেটা ।
‘থ্যাঙ্ক ইউ’ সভ্য মোড়কে
সুপ্ত অভিলাষ –
চাই ছুঁতে গোলাপের গোলাপী আভা
আঁকুপাকু এই মন,
খানিক আভাস ।
সারা রাত কাত শুয়ে একেলা
পাশে রেখে কল্পনায় আমায় -
না পারলে লিখতে, কথা বলে জানাবে না হয় ।
থাকলাম অপেক্ষায় ।
খাল-বিল-নদী-ডোবা ছুঁয়ে,
শীতল হাওয়া ;
থিরি থিরি মন্দ শিহরণ ।
বিকেলের রোদ মাটি ছেড়ে
ঝিকিমিকি তালগাছে, শান্ত পাতায়
অনুভূতি বিভূতি পরশে
অভিলাষী শতেক চুম্বন ।
আংশিক চাঁদ ভাসা মেঘে,
লজ্জার ঘোমটা সরিয়ে
নিরুপম ভালবাসা, ইকির মিকির ।
ভেজা ঠোঁট সকরুণ দাবী, মৃদু হাসি
পড়ে নিয়ে চোখের আর্তি
টানলে কাছে ;
যেন এক নিতান্ত ফিকির ।
ঠোঁটের ঊষ্ণ তাপ ঘনীভূত আলাপ -
পূর্ণতায় এলিয়ে শরীর ;
কলাফুল গুচ্ছ সুখ, মোচার পাতায় ।
ইতি-উতি লালসায়, নেই ছলনা ।
সমুদ্রের অন্ধকার
গভীরতায়...
নেয় ভরে হৃদয় কলস, যে ভাবে পায় ।
তোমার তৃষাতুর ঠোঁট -
বাইলো খেয়া দামাল জোয়ারে ।
তার চেয়ে ভালো কিছু আরও ?
কখনই যায় না সে ভোলা ।
হতে পারে সাঁঝ কিবা রাত
যতই বাহানা থাক
গোলাপের গোলাপী আভা ;
প্রজাপতি মেখেছে ডানায় ।
বলীয়ান তোমার বিশ্বাসে ... ।