মাপতে পাহাড় হেঁপিয়ে উঠে,
সাগর জলে ভাসা ;
বর্ণ সাদা মন কেড়ে নেয়
ওই কামিনী রঙ ;
সময় এলে ঝরিয়ে পাতা
চির সবুজ বন ।
চাঁদনী রাতে কাঁপুনি ঝড়
পাকা ধানে ঢেউ ;
চাষী ক্ষেতে করেনি চাষ,
‘লাঙল’ - কেনা মেসিন ;
শুকিয়ে নদী, বালি খাদান
বকের ঠোঁটে সোনা ।
দান-পেটিকায় জমা খুচরো
ধুঁকছে কুকুর পথে ;
লকলকে জিভ, লিপ্সা সাপে
হিলমোচিকা শাক ;
ঢাকের তালে ধুনুচি নাচ,
মণ্ডলী-পাক অনু ।
আমদানী বর্ণ শেয়াল
বিপণনে পেন্টস !
তাল কাটাতে লম্বা ব্রিজে,
বেকায়দায় চলা ;
আরাবলী পাহাড় কেটে টাওয়ার রোশনাই ।
উড়লো পাতা খসখসিয়ে
কলম নড়া হাওয়ায় -
ডিনামাইট ফাটলো হিমালয়ে ;
শহর জুড়ে আঁধার-ঘন
কর্ত্তৃত নখ মাটি ;
আমন্ত্রিত টাইফুন –
বিলাসী উল্লাস ।