ইঞ্চি-গজে ঠিকানা, নয়তো বেশী দূর -
তবুও দ্যাখ হোটাস-অ্যাপে মনের ভিত গাড়া ;
আমরা কেমন বন্ধু সেজে আছি ।
লোকে বলে দুজনাই এক গলিতে কবি
কেউ উদাসীন বিলীন দুখে, কেউ প্রেমে ভরপুর ।
এই তো কদিন আগে -
লাল সাদা গোলাপ সবুজ পিলসুজের বাতি
রঙ না থাকা হাওয়া ।
ধুলো-বালি কণার মাপ, যখন যেমন তেমন ;
টেরা চোখে বন্ধু দেখি এড়িয়ে গেল বেগে ।
তামার পাতায় যাদু চিত্রকলা -
পাললিক শিলা পোড়ে স্বপ্ন লেলিহানে ;
সুবাসিত কৃত্রিম জল, চেনা বাজার ঘোরা ।
কচি ভুট্টা নিহিত দানা নেহাৎ পরিহাস ;
উদাসী মন সন্ধ্যা আসর অবাক ছায়ায় খেলা
অমৃত-বিষ আপেল বীজে জনম-পঞ্জি ছক -
অতিথিশালা নখের ডগার মাটি ;
বাদলা সাঁঝে জনা-কয়েক জোনাক জ্বলা সাধ ।
কুরুক্ষেত্রে কদমতলার বংশীধারী রাখাল ;
জোড় বেঁধে চবুতরা হারানো আড্ডা রক ।
ঠোঁট নড়ে চোখের মণি অশান্ত ঘুরপাক -
ব্যস্ত আমি ! বন্ধু তুমি, জিরিয়ে দম নাও ;
ওঠা-নামা শব্দ ঢেউ ভালবাসা কম্পন ।
দেখে ভূত চিমটি কেটে সম্বিতে আনন্দ ;
বন্ধু, এখন চ্যাট বক্সে মন জোগানো বিলাপ ।
আজ বন্ধু দিবসে আসরের সকল কবি বন্ধুদের জানাই প্রীতি ও শুভেচ্ছা।