কালবোশেখীর যুদ্ধ সেনা মেঘ,
এলোমেলো হাওয়ার তালে
দোদুল দোলা চুলে ;
হাত পা ছেড়ে সুরেলা ঢঙ, ছলাৎ মিষ্টি কথা ;
শূন্যে ভাসে মাকড়সার ঝুলে ।
এই ছেলেটা ! ‘দিঘির জলে ভাসছে ঝড়ের আম’
ঝিরি ঝিরি বৃষ্টি এলো, পুবালী পবনে।
গড়িয়ে যাওয়া বেলা শেষে
সোনা সোনা মেঘে -
ঘন কালো ছায়া জলে, অসম সাহস ঝাঁপ ;
‘দিঘির আম – ‘ কেঁপেছিল হাত।
কয়েকটা পা হেঁটে এলো নিটোল বসন্ত.........
নধর গড়ন, সুঠাম দেহ জাপটে কলেজ প্রেম ;
কাঁচের ফ্রেমে গোটা আখর, খেয়ালি কাব্য ভাজা।
উড়ে ঘুরে ফুরফুরে বাতাস বন্দনা ;
বুলি মন্ত্রে গঙ্গা জলে বিশ্ব চেতনা ।
জাঁতাকলের ইচ্ছে ফাঁকে
ধড়িবাজ দম ঘড়ি ;
কালবোশেখি হাওয়ায় কাঁপে
দো-আঁশলা মন ।
উল্টো হাতে দিঘির পাড়ে 'বৃষ্টি ভেজা আম' ।