যতনভরে সাজানো চুল সবল বাহুডোরে
অন্য হাত, কাঁপা কপোল ছোঁয়া .........
ঝলকানি বকুল সোহাগ, পলকা সাঁকোয় হেঁটে ;
অনুভূতির মাছরাঙ্গা ডাঁহা ধড়িবাজ ।
নড়ে চড়ে জাঁকিয়ে বসা মাকড়সা জাল -
লবণাক্ত লেহন ছিল পাতলা নীচের ঠোঁটে !
অজান্তে মুঠির কাগজ উড়লো বাতাসে
ইছে থেকেও হয় নি বাঁধা বিপদতারণ সুতো ।
মদিরার উদোম নেশা জোড়া চোখের পাতা
শান্ত ব্যথায় অঙ্কুরিত রাতের কমলকলি ;
ঝনঝনানি আওয়াজ তুলে নিঝুম রাতের রেল
হাতড়িয়ে খোঁড়ে মাটি করণ-অর্জুন ।
ঋতু ভেদে বাঁধা গতে গল্পদাদুর আসর ......
বৃষ্টিফোঁটায় বেসুরো তাল ক্ষণপ্রভা চাদর ।।