তোমার লেখায় ছটফটে ছবির সমারোহ
দিক থেকে দিগন্তে ছিটিয়ে বৃষ্টি কণা ।
মিষ্টি জলে স্বাদের টোপ মাছের আমন্ত্রণ ;
বললে তুমি,
রাগ করেছি আমি ।
শিমূল সাথী, বন্ধু তুমি আমার
তুমি আমার প্রেম.........।
ছিপ ফেললে ফাৎনা নড়েচড়ে ;
ধরা আমি দিয়েছি সেই কবে -
দাপট ঝড়ে ঝরে পড়া
কচি কষা আম ;
তোমার কোঁচড় ভরিয়েছিলাম
সাঁঝের সেই বেলা ।
অ্যাড্রেনিলের নীরব নিঃসরণ......
তুমি আমার বন্ধু, আমার প্রেম ।
ফাগ আগের গতি মন্দ বে্গ,
বৃষ্টি জলে ভিজে পলাশ শোক ;
আমার রাগ, অনুরাগে ধোওয়া ।
তোমার কাব্য শখের ডালি;
পলাশ বনে লাগুক ফাগ হাওয়া ।
তোমার লেখায় রাগ !
তুমি আমার বন্ধু,
আমার পরম ভালবাসা ।