(প্রিয় বন্ধুর আচমকা নিরুদ্দেশ)    

টুকরো মেঘ আটক খাদের গাছে
রেষারেষি আলো হাওয়ার দ্বন্দ্ব ;  
শিলাচূর্ণ মাটির টানে শিকড় বিস্তার  
হাতে হাত ছিল কথা – পুঁটলিতে গাঁট বাঁধা ।  

খেলিয়ে হাসি বিঁধিয়ে অন্তর,  
বাদল বিহীন রূপোর থালা চাঁদ ;  
সোনা ব্যাঙের ভেংচি কাটা ডাক
অন্ধ লোকের কালো চশমা চোখ ।  

কেঁপে ইথার শিখরচূড়ায় খেদ,  
সব শেয়ালের এক রা
প্রতিধ্বনি শব্দ ফেরে কানে ;    
ভুল জেনেছি, পাহাড় আমার নিঃস্তরঙ্গ আপন ।  
  
লোহার জালে গুলাব বাগে বিরহিনী ভোমর    
বন্ধু ডাকে ছেঁড়া পরিচয় ;    
উত্তরের ঠাণ্ডা স্রোতে বরফ-মোড়া কুলু......  
মৌতাত মন ঝর্ণার গান গায় ।

বিলাস ভরা ফোয়ারাতে
ঝকাস আতসবাজি ;  
বরকন্দাজ পাহারায় সঞ্চিত ধন ‘সুরা’......  
পেছন ফিরে দেখার ফাঁকে পাহাড় হাতছাড়া ।  

ইউ-টার্ণে, বিশাল পাথর শিলা  
ধ্রুবতারার অবাক প্রতিফলন ;  
বন্ধু আছি বাড়িয়ে হাত, তবু ।