লক্ষ্মণ, গন্ডি কেটেছিল
ছেলেবেলায় গল্প শোনা দিদিমার কোলে ;
কাব্যে জাহির রঙে ঢঙে
নীতিকথা ছড়া ।
না মানলে বিদেশ-জাহাজ আসছে এগিয়ে -
লাগিয়ে পাল বাড়িয়ে দিয়ে গতি
ফাঁপড় বোঝার আগে
মটকে দেবে ঘাড়
সাবধান সাবধান………
ঘুমপাড়ানি মাসী-পিসির পিঁড়ি পাতা আসন ।
খোলা চোখে সদাই, সাজিয়ে স্বপ্ন কোলাজ
জানি তুমি কাছ ঘেঁসে নও আজ ;
তোমার ভালোবাসার লোক
চক খড়ি গোলাকার ঘরে,
রেখে দিল বেঁধে......
শোনাই তোমায় গজব গল্প পক্ষিরাজে চড়ে ।
রোমাঙ্গে আবেগ রেণু, প্রেম ভালোবাসা ;
সমাজ বোঝে হাতে হাত
চিরকালীন শপথ ।
ট্রান্সমিসন ইলেক্ট্রনের মাইক্রোস্কোপি ইমেজ
অতর্কিতে লাগিয়ে গেল শক
‘করোনা ভাইরাস’ ;
বড়োই ব্যাজার শহর-নগর-পাড়া
কেবল হতশ্বাস ।
হঠাৎ ঠান্ডা - গোছানো উৎপাত ;
সাইনাস, গলা খুস-খুস,
শুকনো ভিজে হাঁচি-সর্দি-কাশি
ঘুসঘুসে জ্বর, একেবারে জলভাত ।
উৎকণ্ঠায় মন পীরিতের শালিখ
আঁখিপাতে দাবী ভিক্ষে ছোঁয়া
তোমার কোমল হাত ।
আঁকড়ে ধরে রাজার ভারী মুকুট (করোনা – ক্রাউন)
ভিন দেশী সেই গরুড়
পারি দিত সাত সমুদ্দুর পার ।
অংক ছিল মগজ গজ-কাঠি – দুনিয়ার রিসার্চ কারখানা
ফাঁসবে ফাঁদে অগুনতি মানুষ - লাখে লাখে হিসেব আছে গোনা ;
একশো দিনে হাজার তিনেক লোক
রাজা উজির চাষী -
প্রেমপত্রে যমরাজের লাল কালী স্বাক্ষর ।
খবর লাশ প্রতিদিনে
দশ বিশ চল্লিশ ......
দিচ্ছে হিসেব কেউবা শয়ে শয়ে ;
উল্লাসী চোখ হাজারো চিল শকুন ......
আড়ম্বরে মচ্ছব-ভোজ জমেছে জব্বর ।
নিধিরাম সরকারের কো-ভিড ভীড় রোগী
অ্যাপ্রন কোট ডাক্তার আর গোমরামুখো নার্স ;
শান্ত থাকো ঘরে থাকো হয়ে মৌন যোগী
মুখে মুখে লোকেদের অযৌক্তিক মার্স (MERS) ।
ক্লান্তির ঘুম ঝিমিয়ে থাকে শহর
ঐ সময়ে রাতের একলা বাদুড় ;
ঠমক চালে বাজায় ঢোল করোনা কাঠি যাদুর -
কেউ নাকি বুক চিতিয়ে পাহাড়া দেয় রাত ।
‘মোল্ডস্ট্যাট প্লাস’ (MoldStat Plus) দিয়ে ধোয়া
আমার গল্প-ছড়া উত্তেজক বড়ি ;
ডান মগজে বেগ চঞ্চল শিরা উপশিরা -
জুড়িয়েছে তোমার জোড়া চোখ ।
ভয় কী যে, পক্ষিরাজে
জড়িয়ে ধরো আমায় ;
কল্পনার আঁচড় কেটে আঁকা লক্ষ্মণরেখা ;
‘অমানবিক’ বাড়ায় জটিল রোগ ।
জ্ঞান নয় বিবেচনা থাকুক সাথে এই হোক শুভকামনা ।
MERS - Middle East respiratory syndrome-related coronavirus (MERS-CoV),
MoldStat Plus – A cleaner