ছিঁচকাঁদুনে বর্ষা সাথে শরত এলো,
যেমন তেমন শিউলিও তৈরী ;
ঢাক সাজিয়ে ঢাকি বাজায় ঢাক
নাচছে খুশিতে -
ভুল নয় এতটুকু, সত্যি মাইরি ।
সকাল থেকে রাত, ঝরিয়ে ক্লান্তি ঘাম -
প্যান্ডেলে প্যান্ডেলে ।
দুগ্গা মায়ের মিষ্টি মুখের সরকারি দৃষ্টি
উন্মোচিত পয়মন্ত হাতে,
তোদের কথা ভেবে ।
লক্ষীর ভাণ্ডার - মাসে মাসে পাঁচশো টাকা !
সাজিয়ে রেকাবি
নৈবেদ্য গৃহিনীর
ড্যাডাং ড্যাডাং ড্যাং ।
কত আপন ওরে, বুঝলি না কেউ তোরা !
একটা কাপ চাও দিলি না
পরমপিতা শিবের আঙিনায় ...
মূল্যবোধের বেশরম ক্ষোভ ।
মায়ের তিন নয়ন.........
সাদা জল গিলতে গলায় শতেক হেঁচকি ;
পাড়ায় পাড়ায় খুল্লাম খুল্লা সরকারি ভেল্কি ।
খাদ-নিখাদে সানাই পোঁ-তে, কমল-ঘাসফুল
মাচা বেঁধে বাদশাহী নহবত ।
চরম লগন এলো কাছাকাছি ;
আজ সায়াহ্ণে ষষ্ঠী তিথি বোধন......
ডাবল ভ্যাকসিন, কাগজ হাতে
থাকলো নিমন্ত্রণ ।
বলো বলো দুগ্গা মাই কি ......।