ডাঁহা দুপুর খুঁজে বেড়াই, আমার নিজের ছায়া ;
সবজান্তা কথার ভীড়ে সূচবিদ্ধ হাওয়া ।
এই কাঠামোয় শ্রমদরদী হাত
আমার বসতবাড়ী ;
কাঁধে আমার জাঁক-জমকের ভূত ।
প্রজন্মের আকার গঠন, ঋতুক্রিয়া দোহাই......
ছেনালিতে উদোম সত্যি, ছায়ার খোঁজে হুঁশ !
আঙুল ডগায় বাড়-বাড়ন্ত নখ
ডুবিয়ে জলে
লেখে ইতিহাস ;
দুদণ্ডের ব্যাপ্তি অভিলাষ ।
তুষ্ট আঙুল চষে বেড়ায়
গর্ব জ্ঞানে,
ফসল তোলা মাথার শস্য ক্ষেত -
নেই যুদ্ধ, আলগা মাড়ির দাঁত ।