নীল আকাশে কাজল কালি বেড়া
উদার ডানা মেলে, ভাসমান চিল ।
আমার কাছে অনেক দূরের আকাশ
তবুও চিল আলোর ঝর্ণায় ।
নীলাম্বরে সংঘট্ট আঁধার,
চোখ বুঁজে চিল আমার মতই বোঝে ।
চাইছি আমি হাঁটছি সেই পথ
কুড়ি পদক্ষেপে ;
নীল সাগরের জল যেখানে খেলে লুটোপুটি ।
ছুটছে আকাশ জোরে, ভীষণ জোরে
পিতৃপুরুষ তস্য তস্য করে
পুষে গেছে চিড়বিড়ে রাগ,
হাহাকার হয়রান মানেও খুঁটিনাটি ।
ভাবে সাবে শেষ দেখা ঢেউ
রূপে রসে এক প্রেম,
সোহাগী অনুরাগ ।
আমিও দেখি এখন......
অনুপম আলোর ছড়রায় ।