ধানুকির বাণ খেয়ালি দৌড়
কস্তুরী মৃগ শিকার ;
জট পাকিয়ে বিড়ম্বিত দাবী......
ল্যাপটানো সুখ, তুমি আমি
হট্টগোলে প্রচার ।
নির্ঘণ্ট বাঁচা-মরা চকখড়ি দাগ,
স্থান-কাল (space-time) চক্র প্যাঁচাল
সম্মিলিত আঁক ।
ঠুলিচোখ কলুর বলদ, চলছে ঘানি টানা ।
ছুটছে হরিণ পাহাড় বনে মাঠে,
লোভাতুর চোখ আওড়ায় ইতিহাস ।
পথ হারায় বেচারা,
ব্যাকরণের পাতায় ।
অতীত জানে ‘চিচিং ফাঁক’এর চাবি ;
আদিম শখে ভরা দুপুর রাত
নতুন শস্যক্ষেত ।
চাওয়া পাওয়ার মৃগনাভি, জাদুকরী টান,
‘হ্যাঁ’ ‘না’ এ সাজানো নির্দেশ ;
লিপিবদ্ধ সুরে বাজে
হারমোনিয়াম জেদ ।
বিশ্বাস, কাদামাটির পুতুল –
পক্ষাঘাতে বর্ষা-শরত মেঘ,
নিছক রসিকতা !
জড়িয়ে আপদ, বেঁচে থাকার তাগিদ ;
কল্পমন, সুতোয় নেই বাঁধা ।
আমার কথা -
• ‘হ্যাঁ’ ‘না’ এ সাজানো নির্দেশ অর্থে algorithm
• কল্পমন - imagination