মেঘ সরেছে ফালি আকাশ হাতের কড় গোনা ;
চিলেকোঠা ছাদ কিনারে বকবকমের পায়রা ।
স্বপ্নে দেখা ঘুমিয়ে ভাবা মনোবিকার দলিল ;
ছলাকলা মেঘপরীরা ভিজিয়ে গেল আমায় ;
ফিতে ফেলে জলেই জরিপ ডায়েরি পাতায় অঙ্ক,
কাঁধে কাঁধ অনেক পথ কেন তবু একা !
বাঁকে বাঁকে মিল দেখেছি ফলক লেখা হিসেব ;
খুঁটি পুঁতে জয়োল্লাস অধিকারের ডঙ্কা ।
ঠুকরে কামড় প্রেমিক টিয়ার সোনার দানা ভূট্টা ;
রেশমী জালের আবরণে জনম যোগ বেহায়া ।
পলাশবনে মিঠা ঘাসে উইচিংড়ি মন ;
আড়িপেতে দোআঁশলা মেঘ কাব্য সাহারা ।