গন্ধরাজের সবুজ ঝাড়ে
গোলাপী রঙ শাড়ি ;
তাড়াহুড়ো শখের রাত
গুছিয়ে ভরা আদর
ছেড়ে যাবে আমায় !
ঘন কালো মেঘের ফাঁকে মাঝে মাঝে উঁকি
চিকিমিকি ছিটেফোটা কিরণ...
বৃষ্টি ফোঁটার পুলক দেখেছি ।
সরেস তাজা সাজিয়ে পাতা
ফুল ফোটানোর কুঁড়ি ।
কেমনতরো ভালবাসা জানতে ইচ্ছে হয়
দিব্যি দিয়ে যাও ছেড়ে আমায় ;
বাঁশির ছিদ্রে জোড়াতালি ফুঁ
অতিগোমড় হাওয়ায় হুড়োহুড়ি ।
চেনা অপু উড়ে গেছে কালো ধোঁয়ার স্রোতে ;
‘কু-ঝিক-ঝিক’ নিশির ডাক
উত্তরায়ন নিম-শীতল বায় ;
মরীচিকা স্বপ্নকুমারী ।
ক্যাকটাস আর কচি কাঁটা ফুল
ঊষ্ণ ত্বক শরীর কাঁপুনি ;
শেষ খড় উটের পিঠে ভাঙা
ভিক্টোরিয়ার চূড়ায় বিলাস পরী ।