খোঁড়াখুড়ি শেষ
হাত ঘুরে কয়েক পুরুষ
বন্দি ক’টা মলিন দস্তাবেজ ......
এসেছিলে আগুপিছু ভাবনায় ।
লেখা ছিল কলম কালিতে, পড়া দায় -
মাখামাখি জং রঙ আয়নায় ।
অভুক্ত শকুনি উড়লো মাথার ওপর;
আরও কেউ কেউ, আমার মতো
সূর্য্যকে আড়াল করে হাত তুলে, তাকালো আকাশে ।
ছায়া যেই মাটিতে বিলীন ।
হরিলুট ক্ষণকাল তুলসীতলায়,
বিবেচনা মেঠোঘাস, শাক আঁটি বোঝ ।
প্রলাপে আকাশ মেতেছে
বিচ্ছিরি ভালবেসেছো ।