ছাতা হাতে হেলিয়ে শরীর, সরু তারে হাঁটা
এভাবেই সার্কাসে আছি ।
মিলে তাল না এগোলে পা
ঘিরে থাকে ভয় !
লাট খায় ঐ কাটা ঘুড়ি
উঁচু গাছ-তালের মাথায় ।
খানিক তো ভাঙা অবসর
আজ আমি রাজা এখানেই……
খেলা মেলা মুখর নেশাতেই
চটুল ছন্দ ভরে বেলি আর জুঁই ।
চাপে তাপে ছিটে-ফোঁটা জল
মর্জিতে দেমাকি কিংশুক;
ফুসফুস হাওয়ার অভাবে,
জেঁকে বসে ভারিক্কি অসুখ ।
নেই বোঝা কাঁধে তবু ন্যুব্জ শরীর
ছাতা আছে মুঠিতেই ধরা ।
ভরা নীল সাগরে,
কাঁপে জল নিয়মের ফাঁদে ;
ধূসর চোখের তারা,
বিবেকের বৈশাখ খোঁজে ।
।।আসরের সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা, আদর ও ভালোবাসা ।।