খোলা আকাশ, মুক্ত বাতাস
ভরা স্বপন পাশার দান ;
জাদুকর চতুর গোলোক
মাঝ আকাশে, বিধি বাম ।
তুমিও ভেজো, আমিও ভিজি
অর্কপ্রভায় ;
পারদস্তম্ভে সলতে জ্বলন, ভিন্ন কোঠায় ।
বালুচরে ছড়িয়ে ঢেউ
আকুল বেদনায়……
লীন হয়ে যায়
শ্বেত শুভ্র ফেনা ;
শ্রবণযন্ত্রে অকারণ কলরব হানা ।
উঁকি মেরে আমের শাখা
ছাদের কিনারে -
বাজিয়েছে মোহন বাঁশি
মুকুল থেকে আম ;
অবসরের অবকাশে যৌবন আনমনা
‘ভালবাসা’ কথার ছলনা ।
আমি তখন মাদুর পেতে দাওয়ায় বসে,
শীত বাতাসে কিরণ আভায় দুলে ;
শুকনো মুড়ি গরম চায়ে ভেজাই গলা ।
আমায় ঘিরে ত্বরিত তরঙ্গ
মৃদঙ্গ তাল নিত্য আনাগোনা -
বাড়িয়ে চলে দেনা ।
ভোমর বোঝে রবি-রসে
ফুলে আনারকলি
সময়স্তরে থাক বিভাজন যতই ;
হাজার ত্রিভুজ এঁকে চলে
এক দিবাকর
তোমার আমার কায়া মায়াবী ;
তুমি আমি তবুও অচেনা ।
লাভা মুখ উৎসারিত তাপ,
বাতাস কাঁধে ছাই কাঁচ, দূর দূরান্তরে
মনগড়া নয় ;
শীতল হাওয়ায় কঠিন শিলা ক্ষয় ।
এই মাটিতে তাও হেঁটেই সুখ
ভালো লাগার দায় ;
‘অতি’ ভালো এই ধরা
নিটোল সংশয় ।