আঘাত ছিল ব্যথা ছিল
হয়েছিল ক্ষত
সারাতে লাগলো মলম
খরচ হ’ল শত …
যেদিন ক্ষত শুকিয়ে গেল
রেখে গেল দাগ-ও ।
দশ ঘরে চল্লিশ কোণ
বেছে নিতে হয় চিনে
তরীর পালে চাইতে হাওয়া
আঘাতও নেয় কিনে ।
ভুল হয় না, চলার পথে
ভুল করে সব ছন্দে মেতে…
মানতেই হয় জীবন তো বেশ
ভুলের ধারাপাতে ।