রাত গভীরে বেশ ভারী বৃষ্টি ......
শনশনি হাওয়া ছিল ভেড়ার গায়ে শীত ।
ধূর্ত শেয়াল কেঁদেছিল সেই রাতে
রাত গভীরে বেশ ভারী বৃষ্টি ।
দাঁতে দাঁত খড়খড়ি আওয়াজ
পোহালে রাত যোগাড় রণসাজ ।
বসত বাড়ীর দাবি নিয়ে সামিল
দবদব্যা হুক্কাহুয়া জবর দাবী হাসিল ;
পোহালে রাত যোগাড় রণসাজ ।
জটাজালে ছানাপোনা করোনা প্রাক্কাল......
যদি ওরা দিন আলোতে কাঁদে,
‘কাবুল’ থেকে ‘ঝোপ’ তালিবানের ঝাঁঝে ।
তাতিয়ে দিন সোনার কিরণ রবি
দীঘির জলে গাছের ছায়া হংসমিথুন ছবি ;
‘কাবুল’ থেকে ‘ঝোপ’ তালিবানের ঝাঁঝে ।
শীত হাওয়াতে মগজ ছিল পরখ,
বাকি রাত শানায় পায়ের নখ ;
দিনের তাপে বিকল রাতের শোক ।
জোনাক আলো, দেখিয়েছে কেল্লা ইতিহাস ।
ধূর্ত শেয়াল কেঁদেছিল সেই রাতে ......
রাত গভীরে বেশ ভারী বৃষ্টি ।