নদী বাঁক শিথিল ভূতল শিলা ;
ধ্বংস-ধাপ ইচ্ছাপূরণ লীলা ।
মাটির জল শুষে নিয়েছে
নিদাঘ চৈত্র রোদ ।
চলতি পথে পদছাপ,
সীমারেখায় গোটা - ঐহিক সম্ভোগ ।
রক্তিম তেজ চরম দিগন্ত
কমলা সোহাগ -
ঘোমটা আঁধার দিক ;
মহিমাময় সময় উপবাস
লাজুক পবন সরিত উন্নাসিক ।
আবর্তিত হাওয়া হুলুস্থুলু
পাল তোলা আঁচল ঢাকে মুখ ;
সাবেকি ধাঁচ কালা জাদু ছেয়ে,
শেষ লহমা নৌকা-বিলাস সুখ ।
পারদ স্তম্ভে এভারেস্ট চূড়া -
ঠেক আড্ডায়
তর্ক এড়ায় ন্যাড়া ।