ঝকঝকে সকালে পোষ্য ‘টমি’দের  
খাদ্যের রেশনে অক্লান্ত বিলাপ……

ঘিরে মুখ, বিস্তার মুখোশ মহিমা
চোখ ঢাকা ঘোর কালো চশমা ।  

জিভের আলতো পরশ, ঠোঁটের ওপর নীচ
স্যাঁতসেঁতে শিহরণ অম্লতা ;  
আবাহন, স্বাদে পূর্ণতা ।  

মন্থনে অমৃৎ - ভিজে ওঠে গলা……

চকচকে হাসি ছিল যত্নের উনুনে
ঘুরপাকে কাঁচা ধোঁয়া ঘোর নেশা ‘বিশ্বাস’      
‘মালো’দের রাজরক্ত বর্ণিত পুরাণে ;  

আবেশের জটিলতা দ্বৈপায়ন ব্যাস ।    

ঝিম ঝিম মগজের কোষ –
নাসিকের সোমরস ‘সুলা’।।  

বিকশিত অরুণিমা স্পন্দিত গোচারণ
অস্থির বিচরণ ; স্পর্ধার জিভ
ঘুরে নেয় ঠোঁট ;  
বুঝি প্রেম - রসিক প্রলোভন ।  
……
নিয়মের বাঁধাগতে পাঠশালে পণ্ডিত
সন্ধির ব্যাখ্যায় বিসর্গ বেখাপ ।  

*‘টমি’ – এখানে অর্থ বজ্জাত সৈনিক
*স্যাঁতসেঁতে – মাত্রাবিহীন পরিমাপ
*সোমরস - Absynthe (ফরাসি) - অর্থ চরম কিছু, যা পান করলে বাহ্যজ্ঞান লুপ্ত হয়।