নিশাচর বাদুড় ঝোলে শক্ত ডালে,
তীক্ষ্ণ জ্ঞানে,
নেশার ঘোরে অনর্গল
অনাবাদী ভাষা ;
স্বপ্ন ঘুমে কথামালা শুদ্ধ ব্যকরণে
নাগরদোলায় স্বর্গচারণ নেশার ধৃষ্টতা ।
নিশিডাকে উত্তেজিত দিনের নানা গুতো ;
সংযুক্তি, মাধ্যম জা্ল, রঙিন ভাবের সুতো ।
সঞ্চালিত স্বপন ডানা, দিন হোক বা রাত ;
উড়নচণ্ডী ভোমর ভ্রমণ, অনাঘ্রাতার স্বাদ ।
কাঁপা ভুরু, চোখের পাতা
কম্প্রিত সই-সোহাগ -
ক্যালেন্ডারে দৃষ্টি-সুখ
ছেঁড়া পাতার দেয়াল ;
কর্তনে পাহাড় ভাঙা
জল্পনা যন্ত্রণা,
ভেসে থাকা জলোচ্ছ্বাসে নিপাতিত খেয়াল ।
হোয়াটস্ অ্যাপে আর্জি বিলাপ
শিথিল গোলাপ পাপড়ি,
ছড়িয়ে উলুবনে ;
বাসর রাতে সিদ্ধি আশায়
বেদানা গড়ায় মেঝে,
সংস্কৃতি চীনে ।
গর্তের সাপ ছোবল মেরে
শুনিয়েছে বাঁশি ;
হাঁটু গেড়ে অধিকরণ
স্পর্ধিত প্রত্যাশী ।
ঝলমলে মুক্তো আখর
আনমনা চেতন ;
ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া
অনুষ্টুপে রোদন ।
হঠাৎ ঝড়ে আষাঢ় জল ভিজিয়েছে গা -
জাফরী ফাঁকে, দুপুর শীতে, রাখলে লিখে যা ।