খাঁচা বন্দী নীল টিয়ার শিষ,
ভাবনা কোমল বাহানা নিশপিশ ।
ঝড়ের দাপট নেই এখন তেমন
জোলো হাওয়ায় ক্লান্ত অবকাশ ।
আস্তরণে ধূসর কালো বাদল
চোখের কোল -
থ্যাবড়া লেপা কাজল ।
বেভুল স্রোতে, খলবলা
দূর খালের মাছ……
কড় গুনে পড়ি বসে
জীর্ণ চিঠির পাতা...
মুঠোয় মোড়া অকৃত্রিম ভাঁজ ।
অকপটে বলতে নেই বাধা
ভাসে হাওয়ায় ফিস-ফিসানি কথা...
ধূপ-ধুনোয় মোমবাতি নয়
ছেঁড়া মেঘে চাঁদের ফিনকি আলো ;
তোড় স্রোতে প্রতিধ্বনি গীত ।
আদেখলার কলকে জবা
নীরব সচেতন,
নয় সে অলীক স্বপন ।
তীর ভাঙা ঢেউ… সরব আকাশবাণী
ভাবছি কেন অতীত ।
দুষ্টু মনের স্বপ্ন জালবোনা
দিনের শেষে চলছে কড় গোনা ।