রোদটা খানিক কড়া, পড়ন্ত বিকেল
উপহার ক্যাডবেরি
লোভনীয় বেগুনি মোড়কে ;
তার ঠোঁট, বুঝেছিল এই মন – দাবীদার স্বাদ… ।
টলটলে ঠাণ্ডা পানীয় মাঝের টেবিলে
ঠোঁট টেনে হাসি – টেলিপ্যাথি ।
এই ঠোঁট খস খসে,
জিভ চেটে নেয় ভিজিয়ে, রাখে দাগ - অপবাদ ।
ছেলেবেলা, নিঝুম দুপুর
ছিল হাঁক পাশের গলিতে
গালভরা অবাক স্বাদ–
তুলতুলে বুড়ির চুল ;
খিড়কির পাখি টেনে,
গালভরা স্বাদ নিয়ে ঢোঁক গেলা -
ঘনকালো চোখ,
মুখোমুখি দোতলা বাড়ি – চমচম ভুল ।
এই স্বাদ রূপে অপরূপ
করি পুজো, জ্বালাই না ধুপ – স্বর্গসুখ ।
মুখোমুখি টেবিলে, ঐ কালো চোখের তারা
চেপে ঠোঁট, স্বাদে উন্মুখ ।