লিখলাম না খোলা পাতায়
শব্দ কারোর অপেক্ষায় থাকে !  
‘অবিচার’ শাকের আঁটি ভাষায়    
হারিয়ে কাঠি বেহাল আওয়াজ ঢাকে ।  

যুক্তি সাথে বুদ্ধিমানের উক্তি
ইচ্ছে শুধু ডিমের কঠিন ত্বক ;      
লাজুক মন সাজায় কথা
আনাচ কানাচ থাকে,  
কালো মেঘের ধূসর হড়কানি -    
প্রেক্ষাপটে দেখন সুখ
দুধ সাদা বক ।

সবাই সঠিক, যেমন ঠিক  
হতেও পারে সঠিক নয় কেউ,  
মান কচুর তেজী ক্ষেতে
সাবেকী নাটিকা ;    
রচনার নতুন সুখে
হামাল-দিস্তা ‘আমি’;
শেষ ছত্রে “তারা” চিহ্ণে
রাখতে হয় টীকা ।  

ইচ্ছে আছে চাইনি কিছু
দিতে পারে তার তো সব ;  
‘মা’ হয়ে যায় ‘সোনা মেয়ে’  
সেই ‘আমি’ একাত্ম দেব !  
কার্তিক দামাল ছেলে মাতাল শিবে আত্মহারা ।  
মুক্ত আত্মা বিচিত্র যোগ,
কেন্দ্র টানে নরাত্মবোধ
ভালবাসা ত্রিকোণ দেওয়াল সাঁঝের শুকতারা ।      

শব্দ নিয়ে করি খেলা ;
খোলামকুচি-লুচিভাজা
পেতেই হবে ‘অনুভবে’  
হলাম সাথী -  
‘কথা’ বলে, ‘কারণ’ শোনায়,  
‘চিন্তা’ করে ‘অবুঝ’ মন
নতুন চেনা অধিকারের
এই তো তিথি ।