নতুন বছর নতুন দিন ভরিয়ে দিক সফলতা
কাব্য স্রোতে ভাসিয়ে প্রেম জমুক মনের গভীরতা ।
ধন্য ছিলাম ধন্য হব সবার ভালবাসায়
গর্বিত সুখ খর্বিত দুখ জমিয়ে আসর ভাষায় ।
আসরের কবি বন্ধু
সহকারী সহযোগী -
দিনের আলো রাতের কালো
জড়িয়ে জ্বালায় মন্দ ভালো
সবার সমান দাবী ।
প্রিয় সাথী সকলকে জানাই
অন্তরের নির্মল শুভকামনা ।
সবাই মিলে ভাল থাকা ২০১৮ –
এই থাক ভাবনা ।