বেলাগাম শব্দযোগ হাওয়ায় দুষণ,
ছোট-বড় ঢিবি চূড়া ভরা শিবাসন ।
নির্ঝর ঢালুতল দোলানো বেণী,
বিভ্রম ঝাঁক-প্রেম গুণিতক শ্রেণী ।
ফ্যাকাশে চন্দন ছোপ খয়েরি বচন,
দিগন্তে হারানো মেঘ কেতাবী চিন্তন ।
গাঁথা মালা পলাশের বৃক্ষ-বিলাপ,
বেণু-বাঁশ হাতছড়ি মিলন সংলাপ ।
ভুল হয় চেনা রঙ অবসাদ ঘেঁষা,
বেড়া বেঁধে কচুপাতা কাম-ভালবাসা ।
উপদ্রুত অন্তর কাঁটা ঝাড়-ঝোপ,
তীক্ষ্ণ শূল রবি-ছটা জ্বলন্ত কোপ ।
দশ চক্রে চেনা ভূত আড়ম্বরে সেই,
আঁচলের খুঁট-মুঠি প্রভাতী শানাই ।