পুজো আসে পুজো যায়  
কড় গোনা ধারাপাত ;
ঘন কালো রাতে দেখা
মন্দিরে প্রদীপের আলো ।  
জং ধরা নীল মেঘ
বাদলের সাথী হয়ে,  
ফড়িঙের ডানা ছুঁয়ে
চেতনা সাজালো ।    

ইতিহাস লিখে গেছে
ঢাকে কাঠি শারদীয়া,
শিউলি ফুলের মেলা
ফোঁটা ফোঁটা শিশির ঘাসে ।
বাকি সব দিনগুলো
রবির কিরণ মেখে  
আশাহত, অনাথ শিশু
মেলে চোখ পড়ে থাকে পাশে ।

বড় ফোঁটা জমা জল চোখের কোলে
অবাধ্য আঙুল মোছে  
অন্যায় স্বাদ ;
চ্যাটচেটে চামড়া, আঁকলো ছবি
ছেঁড়া জাল মাকড়সা
জেদী পরিতাপ ।
    
আসে যায় পুজোগুলো.........
গল্প ছড়িয়ে রাখে
প্রকরণ যাই থাক, জমিয়েছে ‘থিম’ ।  
এসেছে এখন সেই ক্ষণ -  
মাথা নত না করেই, প্রণামটা ছুঁড়ে দেওয়া
খোঁজ ক’রে নম্বর ‘সিম’ ।

সব কিছু শেষ থাকে একদিন ।
পুড়ে যাওয়া সলতেটা
আলো দিয়ে রেখে গেছে ঋণ ।    
এসেছে সময় আজ - ভালবাসা বিনিময় ;  
এক জল, এক বায়ু, এক আকাশের নীচে
হাতে হাত, তুমি আমি
আমরা নবীন ।

আসরের সকল বন্ধুদের শুভবিজয়া ও আন্তরিক শুভেচ্ছা জানাই । ভালো থেকো ।